নিজস্ব প্রতিনিধিঃ
করোনাভাইরাস প্রতিরোধে ভোলার কর্মহীন হয়ে পড়া মাহেন্দ্র ,বোরাখ ও অটো রিক্সা শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। আজ ২৫ এপ্রিল শনিবার সকালে ভোলার সদরের পুলিশ লাইনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এ খাদ্য সহায়তার ত্রান তুলে দেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, এড়িয়া ইনচার্জ বশির আহমেদ ও সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার জাকির হোসেন।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ১টি করে সাবান বিতরণ করা হয়।