মনপুরা প্রতিনিধি #
ভোলা জেলার অন্তর্গত বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় প্রায় এক লক্ষ জনমানুষের বসবাস,করোনা ভাইরাস পরিস্তিতিতে মনপুরার মানুষ রয়েছে আতঙ্কে,করোনা ভাইরাস এমন একটি বিপদগামী রোগ যা একজনের শরীর থেকে অন্যজনের শরীরে অনুপ্রবেশ করে,এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সারা বাংলাদেশ যখন ঝুকির উপর রয়েছে,তখন বাংলাদেশের করোনা ঝুকিপূর্ণ জেলা উপজেলা থেকে মনপুরার জলপথে ভাইরাস নিয়ে অনুপ্রবেশ করছে হাজার হাজার মানুষ।
এ পরিস্থিতিতে সাংবাদিকদের সঠিক খরব তুলে ধরতে আহবান করছেন মনপুরা সচেতন নাগরিক এবং মনপুরার জনগন আসা করছেন বিষয়টি জেলা প্রশাসকের বিশেষ দৃষ্টিতে রাখবেন।।