ধ্বংস হোক — সামস মিঠু

ভোলা নিউজ ডেস্কঃ

সামস উল আলম মিঠু সাংবাদিক নেতা। একজন কবি, সাহিত্যিক, আবৃত্তি শিল্পী, সর্ব পরি ভোলার জাগরনের কন্ঠস্বর। করোনা নিয়ে লিখেছেন। তার লেখাটি ভোলা নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো……

“”পাকিস্তানিরা আমার
সব কিছু নিয়ে গেছে রেখে গেছে
সব চোর, দূর্নীতিবাজ, মুনাফাখোর
আর কালোবাজারিদের”।
—-জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

করোনায় ধ্বংস হোক অসাধু করোনা ব্যবসায়ীদের
করোনায় ধ্বংস হোক গরীবের অনুদান চোরদের
করোনায় ধ্বংস হোক সকল দলীয় স্বজনপ্রীতির
করোনায় ধ্বংস হোক সকল মুনাফাখোরদের
করোনায় ধ্বংস হোক সকল কালোবাজারিদের
করোনায় ধ্বংস হোক সকল অসসাধু মেস্বারদের
করোনায ধ্বংস হোক চাল চোর চেয়ারম্যনদের
করোনায় ধ্বংস হোক সকল পরিবেশ ধ্বংসকারীরা
করোনায় ধ্বংস হোক অসতর্ক জীবাণু বিজ্ঞানীর
করোনায় ধ্বংস হোক সকল ভন্ড রাজনীতিবিদ
করোনায ধ্বংস হোক সকল দূর্নীতিবাজদের
করোনায় ধ্বংস হোক অহংকারী অত্যাচারী
করোনায় ধ্বংস হোক সকল অশুভ শক্তি
করোনায় ধ্বংস হোক কর্পোরেট শোষণ
করোনায় ধ্বংস হোক সকল আস্ফারন
করোনায ধ্বংস হোক অসাধু মজুমদারের
করোনায় ধ্বংস হোক সকল নীতিহীনের””

করোনা মুক্ত পৃথিবী হোক কলঙ্কমুক্ত
মানুষ আর মানবতার জয়জয়কারে।

SHARE