বোরহানউদ্দিন প্রতিনিধি :
সামাজিক দূরত্ব বজায় রেখে ভোলার বোরহানউদ্দিনে খরিফ/১, ২০২০-২০২১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার অাওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও অাউশ ধানের বীজ বিতরন করা হয়েছে। অাজ সকালে বোরহানউদ্দিন উপজেলা মিলনাতয়নে প্রধান অতিথি হিসেবে এ রাসায়নিক সার ও অাউশ বীজ বিতরন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ভোলা-২ অাসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জনাব অালী অাজম মুকুল এমপি । এ সময় উক্ত কর্মসূচীর সভাপতি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো : বশির গাজী। উক্ত কর্মসূচীর অাওতায় ১৭শত কৃষক কে প্রতি ৩৩ শতাংশ জমির জন্য একজন কৃষক কে ডিএফপি ২০ কেজি, এমওপি ১০ কেজি ও উপশি অাউশ ধানের ৫ কেজি করে বীজ বিতরন করা হয়।