ফয়সাল আহমেদ, বোরহানউদ্দিন(ভোলা):
বোরহানউদ্দিন কুতুবা ইউনিয়নে নতুন বাজার ব্যবসায়ী সেলামত এর দোকান হতে ওএমএস এর ৯ বস্তা সরকারি চাউল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী। এ সময় ব্যবসায়ী মো.ছেলামত কে আটক করে নিয়ে আসা হয়। পরে দুপুরে মোবাইল কোর্টে ডিলার আ: মন্নান এর ২৫ হাজার টাকা ও চাল বিক্রেতা ছেলামত কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার।
তবে কোন চোরের বিরুদ্ধে মামলা না হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।