মোঃ আশরাফুল আলম
দেশে এখন বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। এ ভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশের গ্রামীণ হাট বাজার ও কাঁচাবাজার গুলো পার্শ্ববর্তী খোলা স্কুলের মাঠে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রশাসক, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দিয়ে ১২ এপ্রিল ২০২০ চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এতে বলা হয়, দেশের গ্রামাঞ্চলের অধিকাংশ হাট-বাজার সংকীর্ণ স্থানে অবস্থিত। ফলে হাট-বাজারে অবস্থানরত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এ ঝুঁকি এড়াতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন। গ্রামীণ কাঁচা বাজারগুলো তুলনামূলকভাবে খোলা স্থানে স্থানান্তর করা হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব।
অবশ্য এই চিঠির আগেই ভোলার কাচা বাজার সরকারি স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে।