ভোলা শিবপুরে টিউবয়েলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

আমজাদ হোসেন#
ভোলা সদর উপজেলার ৭ নং শিবপুর ইউনিয়নের ৩ নংওয়ার্ডে মিজি বাড়িতে টিউবয়েলকে কেন্দ্র করে দুগুপে সংঘর্ষে আহত ৮ জন ।

আহতরা হলেন নাজিম পিতাঃ কাঞ্চন মেস্ত্রী
গিয়াস উদ্দিন,সজিব, সামসুদ্দিন পিতাঃ আঃ রব হারুন পিতা: রতন
রতন পিতা: নেজু মেস্ত্রী
আলামিন পিতা: সালেম
ঘটনাঃ ৯/০৪/২০ ইং তারিখ বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটে।

ঘটনাস্তলে গিয়ে বিষটি যানতে চাইলে রুমা বেগম জানান কলটা নতুন বসানো হইছে কেই এখনো ব্যবহার করেনা আজ শবেবরাত তাই সন্ধার পর সবাই গোসল করার জন্য আমি কলটা লাগাই।পরে হারুন ও আলামিন এসে আমাকে বলে তুমি কাকে জিজ্ঞাসা করে কল লাগাইছো।তখন রুমা বেগম বলে কলটা আমি অল্প কিছুক্ষনের জন্য লাগাইছি আবার খুলে রাখবো।কিন্তু তারা কিছু না শুনে এক পর্যায় আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে।

পরে আমার স্বামি ও দেবররা এসে বিষয়টা জিজ্ঞাসা করলে প্রথমে তাদেরকে মারধর করেন।

রুমা আরো জানান তার চাচা শশুরের ছেলে নাজিমকে ও তারা মারধর করে।ঘটনাস্তলে নাজিম ছিলোনা মসজিদ থেকে নামাজ পরে বাড়িতে আসলে নাজিমকে মারধর করে ও তার ঘর ভাংঘচুর করে।স্তানিয় লোকজনেরা জানান

হামলাকারিরা মোঃ নিরব পিতা মান্নান আলি
হারুন পিতা: রতন
রতন পিতা: নেজু মেস্ত্রী
আলামিন পিতা: সালেম

অপরদিকে হারুনের কাছে মারামারির বিষটি জানতে যাইলে হারুন বিষয়টি এরিয়ে যায়।হারুন আরো বলে বিষয়টি নিয়ে আমি এখন কিছু বলতে পারবোনা।

আহতরা এখন ভোলা সদর হাসপাতালে ভর্তি আছে

পরে আহতরা আরো জানান আমরা ভোলা থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছি।

SHARE