ভোলার অসহায়দের দেবদুত পুলিশ সুপার কায়সার

ইয়ামিন হোসেন, ভোলা।
লক ডাউনে ভোলার কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। প্রশাসনিক কাজের বাহিরেও তিনি ভোলার মানুষের জন্য নিরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছেন। শুদু কি ত্রাণ গতকাল করোনা রুগীর জন্য ভোলা সদর হাসপাতালকে প্রস্তুত করতে ১০ টি খাট ও দিয়েছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিপদে দ্বীপের দেবদুত হয়ে ভোলার মানুষের পাসে দাড়িয়েছেন ভোলার বাহিরে থেকে আসা এই মানুষটি।

মঙ্গলবার দুপুরে ২নং ইলিশা ইউনিয়নের জংশনস্থ গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে দূরত্ব বজায় রেখে কর্মহীন শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
এই সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন,আপনারা আজকে যে ভাবে সামাজিক দূরুত্ব বজায় রেখে বসেছেন এই নিয়ম সব জায়গায় বজায় রাখবেন এবং আপনাদের খাদ্য সামগ্রী অভাব থাকলে আমাদের জানাবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো তবে এই সংকট কেটে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমরা সচেতন হতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন সদর সার্কেল মোঃ মহসিন, ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল, এ এস আই সুজন, আবু কালামপ্রমুখ।

SHARE