ভোলায় ছাএদের উদ্যোগে মাক্স ও সাবান বিতরণ

টিপু সুলতান:-

সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে, করোনা ভাইরাস ঠেকাতে সারা দেশ বিভিন্ন পদহ্মেপ গ্রহণ করেছে।

সেচ্ছাসেবী সংগঠন গুলোর পাশাপাশি ছাএরা বসে নেই,তার পেহ্মিতে মাক্স বিতরণ করা হয়।

শুক্রবার জুম্মার নামাজের আগে ভোলার টবগী মাধ্যমিক বিদ্যালয় ১ নং ওয়ার্ড এ মাক্স ও লিফলেট বিতরণ করা হয়।

ছাএদের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা হয়।

পাঁচ বাড়ির মোড়,মাদ্রাসার হাঠ মসজিদ মোড়, বাজার এলাকায়,মাক্স ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

উক্ত বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন ভোলা নিউজের ষ্টাফ রিপোর্টার টিপু সুলতান, খলিল পাটাওয়ারি, রুবেল ফকির, হাছনাঈন, আবদুল্লা নাহিদ,রাছেল সহ অনেকে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

SHARE