ভোলায় করোনা সচেতনতায় ফ্রিতে মাস্ক ও লিফলেট বিতরণ

শহর প্রতিনিধি
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে পাড়া মহল্লার যুব শ্রেণী সবাই সচেতনতা তৈরি করছেন নিজ নিজ অবস্থান থেকে। এ সচেতনতা তৈরিতে পিছিয়ে নেই ভোলার সুপরিচিত সামাজিক সংগঠন “ভোলা মানব কল্যাণ যুব সংঘ”।

করোনা সচেতনতার উদ্যোগ হিসেবে ভোলার শহর প্রাণ কেন্দ্র বাংলাস্কুল মোড়, ধনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় সাধারন মানুষের মাঝে ফ্রিতে মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন।

বুধবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে বাংলাস্কুল মোড় ধনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় আশেপাশের দোকানদার, রিক্সাওয়ালা ও সর্বস্তরের জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

ভোলা মানব কল্যাণ যুব সংঘ এর আহ্বায়ক হেলাল উদ্দিন মাস্টার জানিয়েছেন, সাধারণ মানুষের এ সচেনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এবং সামাজিক সকল সংগঠন কে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা মানব কল্যাণ যুব এর যুগ্ম আহ্বান রাকিবুল হাসান,মামুন প্রমুখ।

SHARE