আকতারুল ইসলাম আকাশ,ভোলা:
অসামাজিক কার্যকলাপে একাধিক নারী পুরুষ আটক হওয়ার পর এবার মাদকসহ ডিবির হাতে আটক হয়েছেন এক যুবক।
রবিবার দুপুর দুইটার দিকে শহরের নতুন বাজারের আবাসিক হোটেল নিরালা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ির নাম মো. জুয়েল (২৪)। সে পূর্ব ইলিশা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের আবদুল জলিলের ছেলে বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজার আবাসিক হোটেল থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।