রাজধানীতে ১টি থানকুনি পাতার মূল্য দুইশত টাকা

মোঃ ইমরান হুসাইন মুন্নাঃ-

বাংলাদের রাজধানী ঢাকাতে ১টি থানকুনি পাতার মূল্য দুইশত টাকা করে গত রাত্রে ক্রয় বিক্রয় করা হয়, করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য থানকুনি  পাতা খোজাখুজি করেন ঢাকার বিভিন্নস্থানের লোকজন, তাহাতে কিছু সুবিধাবাদী ১টি থানকুনি পাতা দুইশত টাকা মূল্যে বিক্রয় করিয়াছে বলে জানায় ঢাকা গাজীপুর থেকে মো: রাব্বি, মিরপুর থেকে হ্যাপী।

৩টি থানকুনিপাতা করোনা বাইরাস থেকে রক্ষা করার কথা ছড়িয়ে জায় বাংলাদেশের আনাছে কানাছে, কোন পীরশাহেবের স্বপ্নে দেখিয়াছে বলিয়া আলোকিত হয় বলে জানা যায়,  এই থানকুনিপাতা পাতার মুল রহশ্য কি এখনও জানা যায়নি, এইটাকি কনোপ্রকার গুজোব নাকি পীরসাহেবের স্বপ্নে দেখা কোন ঔষধ,

পিরসাহেবের সাথে যোগাযোগ করিয়া সত্যতার বিস্তারিত আসছে……. চোখরাখুন ভোলার নিউজে।

SHARE