ভোলায় বিভাগীয় পর্যায়ে কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন

মো:মনজু ইসলাম:-
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে আজ সকালে ভোলা টাউন
কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর
রহমান এর জন্মশতবার্ষিকী ঊদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় (জোন)
পর্যায়ে কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী প্রধান অতিথি
হিসাবে উপস্থিত থেকে বেলুন উরিয়ে এ খেলার উদ্বোধন করেন।
এসময় ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক এর সভাপত্বিতে
গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ পল্লি
উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। বিশেষ
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর
খান আলো, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
উদ্বোধনী খেলায় নারী দল ভোলা ও ঝালকাঠি অংশ গ্রহন করেন এবং পুরুষ
দল বরগুনা ও পটুয়াখালী অংশ গ্রহন করেন। এ কাবাডি প্রতিযোগীতায়
অংশ গ্রহন করবেন বরিশাল বিভাগের ৬টি জেলা। জেলাগুলো হচ্ছে ভোলা,
বরিশাল, পটুয়াখালি, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা।

SHARE