ভোলায় চিকিৎসার টাকা যোগাতে মানুষের দুয়ারে দু়য়ারে ঘুড়ছে অসহায় “ইদু”

  • টিপু  সুলতান

  • ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে চিকিৎসার টাকা যোগাতে বাধ্য হয়ে মানুষের দরজায় দরজায় ঘুড়ে বেড়াচ্ছেন বাবা মা হারানো ৫ কন্যার পিতা ইদ্রিস গোলদার ওরফে ইদু (৬০) নামে এক ব্যক্তি ৷
    বোরহানউদ্দিন উপজেলা সাচড়া ইউনিয়নের বাথান বাড়ী ৬নং ওয়ার্ডের বাবুর্চী বাড়ীতে অন্যের দেয়া জমিতে ঘর তুলে বসবাস করে যাচ্ছেন পরিবার নিয়ে ৷ নিজের জায়গা-জমি ভিটা-মাটি বলতে কিছুই নেই তার ৷ আছে স্ত্রী ও ৫ মেয়েকে নিয়ে অভাবের সংসার ৷ যা পুরোপুরি নির্ভর করছে তার জীবিকা নির্বাহের উপর ৷ আর সেই জীবিকা নির্বাহের প্রধান উৎস অন্যের কাজ করা বা নদীতে মাছ ধরা ৷ কিন্তু গত প্রায় তিন মাস যাবত অসুস্থ থাকায় সেই রোজগারটুকুও বন্ধ ৷ খেয়ে না খেয়ে আছে পরিবারটির সদস্যরা ৷ যেন সমাজের কোথাও ঠাঁই নেই ইদুর ৷
    ইদ্রিস গোলদার ওরফে ইদু জানায়, প্রায় তিন মাস ধরে আমি প্রচন্ড ম্যাথা ব্যাথায় ব্যাথা ভূগছি ৷ যখন হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যাথা শুরু হয় তখন আমি উল্টাপাল্টা কথা বলি ৷ সেন্স ঠিক থাকেনা ৷ দীর্ঘদিন ভোগার পর বোরহানউদ্দিনে একজন ডাক্তার দেখিয়েছি তাতে কোন কাজ হচ্ছেনা ৷ তাই তিনি আরো ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন ৷ কিন্তু আমার অভাবের সংসারে টাকা আসবে কোথা থেকে? তাই ডাক্তার দেখাতে পারছিনা ৷
    এজন্য বাধ্য হয়ে সাহায্যের জন্য এখন মানুষের দুয়ারে দুয়ারে ঘুড়ে বেড়়াচ্ছি ৷ এখন এই রোগ নিয়ে কোন কাজকর্ম করতে পারছিনা ৷ আমার পরিবারটি এখন পুরো অসহায় ৷ আমার চিকিৎসা না হলে আমার পরিবার না খেয়ে মরবে ৷ তিনি এটিও জানান, আমি একজন গরিব লোক কাজ করলে ভাত জোটে না হয় জোটেনা ৷ কিন্তু কখনো তেমন সরকারী কোন সাহায্য সহোযোগীতা পাইনি ৷ তাই আমি আমার চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্য চাই ৷
    বোরহানউদ্দিনের তরুণ সংবাদকর্মী মোঃ রাকিব হোসেন জানান সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন তাহলে হইতো অসহায় মানুষটি আর মানুষের দরজায় ভিক্ষার জন্য যাওয়া লাগবে না।
    অসহায় ইদ্রিসের সাথে যোগাযোগের নাম্বারঃ 01941036359
SHARE