লালমোহন প্রতিনিধি #
ভোলা জেলার লালমোহন উপজেলায় রোগীদের নিকট অতি পরিচিত ডাক্তার আশ্রাফুল ইসলাম মা ও শিশুস্বাস্থ্য সেবায় ব্যাপক অবদান রেখেছেন বলে জানা যায়।
সেবা গ্রহনকারী বেশ কয়েকজন রোগীগন জানান, ডাঃ আশ্রাফুল মা ও শিশু স্বাস্থ্য সেবায় ব্যাপক ভূমিকা রেখেছেন এমনকি রোগীদের হাসপাতালে এসে সেবা গ্রহনের জন্য এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি করানোর ব্যাপারে অনুপ্রেরণা দিয়ে আসছেন। এ ছাড়া প্রজনন সেবা,গর্ভবতী সেবা,নব দাম্পত্য কাউন্সিলিং সেবা তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন ডাঃ আশ্রাফুল।
জানাযায় নতুন বছরের তার অধিন লালমোহন মা ও শিশু কল্যান কেন্দ্র ১০০ জন প্রসবকালীন সেবা তথা নরমাল ডেলিভারি সেবা প্রধান করা হয়।
উল্ল্যখ ডাঃ আশ্রাফুল ইসলাম এমবিবিএস পাশ করে ভোলা জেলা লালমোহন উপজেলার মা ও শিশু কল্যান কেন্দ্র মেডিকেল অফিসার পদে নিয়োজিত রয়েছেন অতি সু নামের সহিত । তিনি ব্যাক্তিগত জীবনে একজন আর্দশবান মানুষ বলে জানা যায়।