এম এইচ ফাহাদ, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ মরহুম নজরুল ইসলাম নাহিদ এর স্মরনে ভোলার সদর উপজেলা আ.লীগ আয়োজিত এক দোয়া মোনাজাত ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারি২০২০ইং রবিবার সন্ধায় ভোলার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়্যারম্যান মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে, উক্ত শোকসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়্যারম্যান আবদুল মোমিন টুলু, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।
এসময় বক্তারা প্রয়াত এই প্রবীণ রাজনীতিবিদের দলের প্রতি যে ত্যাগ ও কৃতিত্ব এবং বিভিন্ন গুনাবলীর কথা স্মরন করেন।
এসময় বক্তারা আরো বলেন, মরহুম নজরুল ইসলাম নাহিদের শূন্যেতা ও তার অবদান ভোলা জেলা আওয়ামীলীগে অপুরনীয়।
পরে মরহুমের শোকসভায় তার বিদেহী আত্মার ও রুহের প্রতি মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ভোলা সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত শোকসভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সদর উপজেলা আ.লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রুহুল আমিন কুট্রি, আবুল কালাম, পৌর আ.লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ,দপ্তর সম্পাদক সামসুদ্দিন সামছু ও ভোলা জেলা আওয়ামীলীগের সকল অংগসংগঠনের নেতৃবৃন্দ।