মনজু ইসলামঃ
ভোলা জেলা প্রশসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার কর্মরত প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক চলে গেলেন না ফেরার দেশে। গত রাতে হ্রদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েতিনি মৃত্যুবরণ করেন।
এ ভালো মানুষটির মৃত্যু খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর ভোলার অফিস পাড়াসহ সকলের মধ্যে শোকের ছায়া নেমে আসে।শোকে স্তব্ধ হয়ে যায় পুরো শহর।
ভোলার এ পরোপকারী এই মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলার সুশীল সমাজসহ ভোলা নিউজ পরিবার।
ভোলার সকলের প্রিয় এ মানুষটির জানাজা বেলা ২ টায় ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার চলার পথের সাথী অধ্যক্ষ রফিকুল ইসলাম। সকল ধর্মপ্রাণ মোসলমানদের জানাজায় অংশগ্রহনের জন্য অনুরোধ করেছেন মরহুমের পরিবার।