ভোলা সরকারি স্কুল মাঠে ২ টায় পরোপকারী মালেক ভাই এর জানাজা

মনজু ইসলামঃ

ভোলা জেলা প্রশসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার কর্মরত প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক চলে গেলেন না ফেরার দেশে। গত রাতে হ্রদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েতিনি মৃত্যুবরণ করেন।

এ ভালো মানুষটির  মৃত্যু খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর ভোলার অফিস পাড়াসহ সকলের মধ্যে শোকের ছায়া নেমে আসে।শোকে স্তব্ধ হয়ে যায় পুরো শহর।

ভোলার এ পরোপকারী এই মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলার সুশীল সমাজসহ ভোলা নিউজ পরিবার।

ভোলার সকলের প্রিয় এ মানুষটির জানাজা বেলা ২ টায় ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার চলার পথের সাথী অধ্যক্ষ রফিকুল ইসলাম। সকল ধর্মপ্রাণ মোসলমানদের জানাজায় অংশগ্রহনের জন্য অনুরোধ করেছেন মরহুমের পরিবার।

SHARE