হাজারো আলেমের চোখের জ্বলে ভোলার একজন শিক্ষকের বিদায়

মনজু ইসলাম/ টিপু সুলতানঃ

হাজারো আলেমের চোখের জ্বলে ভোলা সদর উওরের প্রখ্যাত আলেমেদীন ও আলহাজ্ব মাওলানা রুহুল আমিনের ছোট ভাই  শিক্ষাগুরু আলহাজ্ব মাওলানা ছগির আহমেদ (৮৫) কে শেষ বিদায় জানিয়েছেন। গত বৃহস্পতিবার সকালে ইলিশা মাদ্রাসার হাট এলাকায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তিনি মৃত্যু কালে স্ত্রী ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।আলহাজ্ব মাওলানা ছগির আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, মৌলভীরহাট মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মফিজুল ইসলাম, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া, জমিয়ত নেতা মোবাশ্বের উল্লাহ নাঈম, মৌলভীর হাট হোসাইনিয়া সিনিয়র  ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, লালমোহন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশারেফ হোসেন, মাওলানা ফয়জুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হোসেন মিয়া, ভোলা নিউজ প্রকাশক ও সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম, গাজীপুর সদর প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল আজিজ, ভোলা জেলা ছাত্রলীগ নেতা নেওয়াজ শরিফ কুতু্বসহ বিভিন্ন আলেম ওলামা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শুক্রবার বিকাল ৩ টায় ইলিশা নেছারিয়া দাখিল মাদ্রাসার মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজ পরিচালনা করেন তার ছেলে মাওলানা হেলাল উদ্দিন আফসারী।

SHARE