মনজু ইসলামঃ
৫ দিনের রাজনৈতিক সফরে আজ ভোলায় আসছেন বিজেপির চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ। ৪ জানুয়ারি দুপুরে ঢাকার বারিধারার বাসা থেকে বের হয়ে দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা নীল কুটির ঘাট থেকে এ্যাডভেঞ্চার-৫ এ ভোলার উদ্যেশে রওয়া দিয়েছেন বলে ভোলা নিউজকে নিশ্চিত করেছেন তার ব্যাক্তিগত সহকারী জুয়েল আসিফ।
জুয়েল আসিফ ভোলা নিউজকে জানান, ভোলা সদরের বিজেেপির প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড কমিটির সাথে পৃথক পৃথক ভাবে মত বিনিময় ও পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড কমিটির সাথে ভিন্ন ভিন্ন ভাবে মতবিনিময় করবেন। এছাও তিনি নদী ভাঙ্গন কবলিত এলাকাসহ সদর উপজেলার গুরুত্বপূর্ন ইউনিয়ন গুলো সফরের কথা রয়েছে। সফর কালে আন্দালিভ রহমান তার নিজ দলীয় সকল অংঙ্গ সংঘঠনের নেতা কর্মীরা ছাড়াও ভোলার বিভিন্ন ব্যাবসায়িক ও সামাজিক ও পেষাজীবী সংঘঠনের নেতৃবৃন্দের সাথেও পৃথক বৈঠকে মিলিত হবেন বলেও জানিয়েছেন আন্দালিভ রহমানের পিএস জুয়েল আসিফ।