ভোলায় ২০গ্রাম গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

টিপু সুলতান#
পুলিশ সুপার,ভোলা মহোদয়ের নির্দেশে এসআই/ শংকর কুমার ঘোষ সংগীয় ফোর্স ,জেলা গোয়েন্দা শাখা,ভোলা ইং- ২০/১১/১৯ খ্রি : সন্ধা ১৯:৩৫ ঘটিকায় ভোলা সদর মডেল থানাধীন পৌর ০৩নং ওয়ার্ডে অভিযান করিয়া আসামী ১। মো: রায়হান হাওলাদার (২৮) পিতা- মো: গিয়াস উদ্দিন হাওলাদার সাংপৌর নবীপুর ০ ৯ নং ওয়ার্ড থানা- ও জেলা-ভোলাকে ২০( বিশ) গ্রাম গাজাসহ গ্রেফতার করেন, বর্তমানে মামলাটি এখনো প্রক্রিয়াধীন।

SHARE