টিপু সুলতান#
ভোলার রেসিডেন্সিয়াল ক্যাডেট স্কুল অ্যাণ্ড কলেজ থেকে বোরহানউদ্দিনের কিশোর নিখোজ
ভোলার রেসিডেন্সিয়াল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল থেকে মো. হাসিব (১৬) নামে বোরহানউদ্দিনের এক কিশোর নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই প্রতিষ্ঠানের হোস্টেল থেকে হাসিব বের হয়। এরপর আর ফিরে আসেনি। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ হাসিবের মা মোসা. মমতাজ বেগমকে জানায়।
নিখোঁজ হাসিব ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাঠামারা এলাকার মিঝিবাড়ির কাশেম মিঝির ছেলে।
হাসিব ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র। সে দীর্ঘদিন ধরে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির আবাসিক হোস্টেলে থেকেই লেখাপড়া করছিল।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মমতাজ বেগম তার পরিবারের লোকজন নিয়ে বিভিন্ন জায়গায় অনেক খুঁজেও তার সন্ধান পাননি। এ ঘটনায় হাসিবের মা মমতাজ বেগম বুধবার ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মমতাজ বেগমের দেয়া বর্ণনা অনুযায়ী নিখোঁজ হাসিবের মুখ লম্বাকার, গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, মাথার চুল কালো ও সে আঞ্চলিক ভাষায় কথা বলে।
এ ব্যাপারে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, ব্যাপারটি পুলিশ সুপারকে জানানো হয়েছে। তার নির্দেশে পুলিশের একটি টিম ওই শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজসহ তদন্ত করছে। বিভিন্ন পুলিশ স্টেশনে ওই ছাত্রের ছবি পাঠিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।