মোঃ টিপু সুলতান, ভোলা।।
ভোলার রাজাপুর ইউনিয়নে জমিজমা বিরোধের জেরধরে দু’পক্ষের হামলায় ২জন গুরুত্বর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার(৫ নভেম্বর) দুপুর ১২.৩০ এর সময় রাজাপুর ইউনিয়ন এর কন্দকপুর ৬ নং ওয়ার্ডের মীরা বাড়ির রাস্তায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আহতদের সূত্রে জানা গেছে, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কন্দকপুর গ্রামের মীরা বাড়ির মোঃ ফারুক(৩৮) সহ তার দুই ভাই এক সাথে জমি ক্রয় করে।জমির মালিক ফারুক,বাবুল,ও রুলামিন বিভিন্ন দাগে তাদের জমি বুঝিয়া লয় ও তিন জনের মধ্যে জমি ভাগবাটোয়ারা করিয়া নেয়।রুলামিন তার জমি বুঝিয়া নিয়ে ও ফারুকের জমির প্রতি লোভ থাকায় ফারুক তার জমির গাছ বিক্রয় করতে গেলে রুলামিন বাঁধা দিয়ে ফারুক ও তার স্ত্রীর প্রতি অতর্কিত হামলা চালায়।রূলামিন তার ছেলে শাকিল ও স্ত্রী রাবেয়া বেগম একত্রিত হয়ে লাঠি রট ও দা দিয়ে এলোপাথাড়ি ভাবে মারধোর করে ও হত্যার উদ্দেশ্যে কোপাতে থাকে। এতে ফারুক ও তার স্ত্রী ফোলা জখম ও রক্তাক্ত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ফারুকের শালা মোঃ ফারুক জানিয়েছেন।
ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান,জানান তাদের মধ্যে জমিজমা নিয়ে পুর্বে থেকেই বিরোধীতা চলে আসছিল।