ভোলায় মাদক ব্যাবসার নামে ৬০বছরের বৃদ্ধাকে আটক

অর্জুন চন্দ্র দে #

ভোলার বোরহানউদ্দীন উপজেলার কুন্ঞ্জের হাট বাজার থেকে প্রায় ৬০ বছরের বৃদ্ধকে ৪৫ পিচ ইয়াবা সহ অাটক করা হয়।বোরহানউদ্দীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ম.এনামুল হক বলেন অনেকদিন অাগে থেকেই এই বৃদ্ধ অাব্দুল খালেক মিস্ত্রীর নামে মাদক ব্যাবসার অভিযোগ থাকলেও প্রমানের অভাবে ধরতে পারিনি।

গোপন খবরের ভিত্তিতে গতকাল(সোমবার) সন্ধ্যায় এসঅাই মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ইয়াবা সহ অাটক করে।
স্থানীয় লোকজন সূত্রে জানাযায়, মৃত অাব্দুল হাশিমের ছেলে অাব্দুল খালেক কুন্ঞ্জের হাট এলাকার বাসিন্দা।
বোরহানউদ্দিন থানা পুলিশ অারো যানায়, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন অাইনে মামলা হয়েছে এবং তাকে কোটে চালান দেয়ার উদ্দেশ্যে ভোলা পাঠানো হয়েছে।

তবে তার পরিবারের দাবী বিষয়টি সাজানো নাটক তাকে ফাঁসানো জন্য গভীর স্বরযন্ত্রের অংশ বিশেষ।
তিনি জীবন কোনদিন মাদক ধরেও দেখেনি।

SHARE