ভোলার দুলার হাট এলাকায় অটো রিক্সার লাইট অপসারন অভিযান

অর্জুন চন্দ্র দে #
গত রবিবার সন্ধ্যার পর ভোলার দুলার হাটে বিভিন্ন স্থানে অটো রিক্সার LED লাইট অপসারন অভিযান পরিচালনা করেন চরফেশ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড আশিস কুমার)। এসময় তাকে সহযোগীতা করেন দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান পাটোয়ারী’র নেতৃত্বে পুলিশের একটি দল।

এ অভিযানে ৭টি অটো রিক্সার বিপদজনক এলইডি সাদা হেড লাইট অপসারন করা হয় এবং প্রতিটি রিক্সার চালককে ২৫০ টাকা করে মোট ২৮০০ টাকা অর্থ দন্ড করা হয়। এ সম্পর্কে যোগাযোগ করা হলে, ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার বলেন, আমরা গতমাসের শেষ সপ্তাহে সারা ভোলায় পর্যাপ্ত মাইকিংয়ের মাধ্যমে সকল অটো রিক্সার মালিক তথা চালকদেরকে ৩১/৮/২০১৯ তারিখের মধ্যে সাদা হেড লাইট গুলো পরিবর্তন করার অনুরাধ করেছি।

কিন্ত যারা এই বিপদ জনক লাইট গুলো এখনো পরিবর্তন করেনি তাদের বিরুদ্ধ এ অভিযান চলছে এবং ভোলার প্রতিটি উপজেলায় এঅভিযান অব্যাহত থাকবে।

SHARE