এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।
ভোলার আওয়ামী রাজনীতিতে নিবেদিত প্রান ভোলা জেলা আওয়ামীলীগ নেতা পৌরসভার গাজীপুর রোড নিবাসী মোঃ রফিকুল ইসলাম রফিক (৭০) গতকাল বিকেল ৪ঃ২০ মিনিটের সময় ভোলা সদর হসপিটালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজেউন।
তিনি দীর্ঘ দিন লিভার সিরোসিস, কিডনী,ও ডায়াবেটিস সহ নানা জটিল রোগে ভুঁগছিলেন। মৃত্যুকালে মরহুম তাহার স্ত্রী, তিন পুত্র,ও এক কন্যাসন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকাল ৯টায় ভোলা মরহুম আবু তাহের মিয়ার বাড়ি ও শিবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃজসিম উদ্দিন মিয়ার বাড়ির মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে মরহুমকে তাহার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আ’লীগ নেতা মোঃ রফিকুল ইসলামের মৃত্যুর সংবাদে, ভোলার আ’লীগের নেতা কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ দিনের পরীক্ষিত আ’লীগ নেতা রফিকুল ইসলামের মৃত্যুর খবরে তাৎক্ষনিক তাহার বাসায় ছুঁঁটে যান ভোলা জেলা আ’লীগ সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু,সদর উপজেলা পরিষদ চেয়্যারম্যান মোশারেফ হোসেন,জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক জহুরুল ইসলাম নকিব,পজেলা আ’লীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, জেলা আ’লীগের সহ-সভাপতি পিপি সৈয়দ আশরাফ হোসেন (লাভু), সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, মোঃ এনামুল হক আরজু, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদ সফিকুল ইসলাম, মরহুমের দীর্ঘ দিনের সহচর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ আবু ছায়েমসহ আ’লীগের সকল অংগসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে মরহুম রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সফল বানিজ্য মন্ত্রী ও ভোলা-১ (সদর) আসনের এমপি জননেতা তোফায়েল আহমেদ।
ভোলা জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, ভোলা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব। মরহুম রফিকুল ইসলামের এর বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন নেতারা।