এন আলমাসুদঃ
এবারের ঈদে কোন প্রকার অনিয়ম মেনে নেয়া হবেনা। কোন লঞ্চ বাসে ওভার লোডিং করলে কঠোর ব্যবস্থা। কোন সংঘঠনের নামে চাঁদাবাজি হলে তাৎক্ষনিক ব্যাবস্থা নেয়া হবে। চুরি ঠেকাতে দায়িত্বরত গার্ডদের আরো দায়িত্বশীল করতে হবে। বড় প্রতিষ্টানগুলোকে সিসি টিভির আওতায় আনতে হবে। ফিটসেন বিহীন কোন লঞ্চ ও বাস চলাচল করতে দেয়া হবেনা, তবে যাত্রি ভোগান্তির দিকেও খেয়াল রাখবে পুলিশ। কোন অনিয়মের খবর পেলে তাৎক্ষনিক মোবাইল কোর্ট। ঈদুল আজহা উপলক্ষে পুলিশ সুপারের হল রুমে ভোলার ব্যাবসায়ী লঞ্চ মালিকসহ ব্যাবসায়ী সমিতির নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
পুরো মতবিনিময় সভাটি প্রানবন্ত সঞ্চালনা করেন ভোলার ক্যারিসমেটিক অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ সাফিন মাহমুদ, সাথে ছিলেন সদর সার্কেল এস পি মিজানুর রহমান, সদর ও সি ছগির মিয়া।
ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক আবুতাহের, পুজা উৎজ্জাপন কমিটির সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, বি আই ডাব্লিউ টি এর সহকারি পরিচালক বন্দর প্রধান কামরুজ্জামান, হিন্দু বদ্ধৌ খৃষ্টান ঐক্য পরিষদের আহব্বায়ক অভিনাষ নন্দি। ভোলা নিউজের প্রকাশক এডভোকেট মনিরুল ইসলাম, কালবেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু,জয়যাত্রা টেলিভিশন প্রতিনিধি তুহিন, মাই টিভি প্রতিনিধি মোঃ লিটন, তৃতীয় মাত্রা প্রতিনিধি ইয়াসিনুল ইমন।