ভোলায় জেলেদের জালে ৩ কেজি দুটি রাজা ইলিশ

অচিন্ত্য মজুমদার, ভোলা।।
ভোলার মনপুরার মেঘনায় দুই জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের দুইটি রাজা ইলিশ। শনিবার রাতে ধরা পড়া ইলিশ দুটির একটি হাজিরহাট ঘাটের মৎস্য ব্যবসায়ী বাবুল মাতাব্বরের কাছে ৭ হাজার টাকায় ও অপরটি একই ঘাটের মাছ ব্যবসায়ী শামসুদ্দিন সাগরের কাছে ৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় জেলেরা জানান, শনিবার সন্ধ্যায় প্রথম রাজা ইলিশটি ধরা পড়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পূর্বপাশে রিজিরখাল মাছ ঘাটের নুরনবী মাঝির জালে। অপর রাজা ইলিশটি রাতে উপজেলার জংলারখাল মাছ ঘাটের খালেক মাঝির জালে ধরা পড়ে। তবে ওই দুই জেলের জালে রাজা ইলিশ ছাড়া আর ইলিশ ধরা পড়েনি।

জেলেরা আরো জানান, মেঘনায় ইলিশ নেই বললেই চলে। তারপরও রাজা ইলিশ দুইটি দেখার জন্য হাজিরহাট মৎস্য আড়তে উৎসুক জনতার ভীড় জমে যায়।

মাছ দুটি ক্রয় করা আড়তদার বাবুল মাতাব্বর ও শামসুদ্দিন সাগর জানান, সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছ দুটো কিনেছেন তারা। রাতেই ঢাকার কাওরান বাজারে বিক্রির জন্য মাছ দুটি পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তারা। (ছবি-অচিন্ত মজুমদার)

SHARE