আমরণ অনশনের ঘোষণা ছাত্রলীগের পদবঞ্চিত নেতাদের

ষ্টাপ রিপোট:-
আবারও কঠোর আন্দোলনে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আজ দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে সংবাদ সম্মেলন করে তারা। এ সময় আগামী ২৪ ঘন্টার দাবি না মানা হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেয়াসহ চার দফা দাবিতে গত মাসের ২৬ তারিখ থেকে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন কমিটি থেকে বাদ পড়া নেতাকর্মীরা।

তাদের দাবিগুলো হল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ, শূণ্য ঘোষিত ১৯টি পদ ছাড়াও যারা ‘বিতর্কিত’ রয়েছেন, তাদের নাম পদবিসহ প্রকাশ, বিক্ষুব্ধদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে বিতর্কিতদের জায়গায় পদায়ন এবং বিক্ষুব্ধদের ওপর হামলার বিচার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগের বিগত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ-সম্পাদক মুরাদ হায়দার টিপু বলেন, শুরু থেকেই আমাদের এই দাবিগুলোর ব্যাপারে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অকল্পনীয় উদাসীনতা দেখছি। তাই আমাদের দাবিগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না করা হলে অনশন করার কর্মসূচি পালন করব।

এক প্রশ্নে তিনি বলেন, এতদিন অবস্থান কর্মসূচি পালন করেও আমরা দেখছি আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না। তাই আমরা এখন অনশন কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিগত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রানা হামিদ, সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক ইমদাদ হোসেন সোহাগ, সাবেক সদস্য তানভীর হাসান সৈকত, সাবেক সহ-সম্পাদক এসএম মামুন, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক শেখ আবদুুল্লাহ, শেখ নকিবুল ইসলাম সুমনসহ ১৯ নেতাকর্মী।

সম্মেলনের এক বছর পর গত ১৩ই মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলে তা পুনর্গঠনের দাবিতে আন্দোলন শুরু করেন পদবঞ্চিত নেতারা।

তারা অভিযোগ করেন, বিবাহিত, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, চাকরিজীবী ও বিভিন্ন মামলার আসামিসহ নানা অভিযোগে অভিযুক্ত অনেককে পদ দেয়া হয়েছে। অন্যদিকে বঞ্চিত করা হয়েছে অনেক ত্যাগী নেতাকে।

SHARE