বরিশাল ঘাটে সুন্দরবনের দানবীয় তান্ডব, কয়েকশ যাত্রী প্রাণে রক্ষা

মনজু ইসলাম, বরিশাল থেকে ফিরেঃ
বরিশাল ঘাটে সুন্দরবনের তান্ডবে ঘাট জুড়ে আতংক ছড়িয়ে পরে। বরিশাল লঞ্চ ঘাটের পূর্ব দিকের একতলা লঞ্চ ঘাটে আজ সকার ১০.৫০ মিনিটে ঢাকা গামী সুন্দরবন- ১০ লঞ্চ হঠাৎ করে ঢুকে পরে ভোলা গামী এক তলা আওলাদ এক্সপ্রেসের উপর উঠিয়ে দেয়। এসময় পুরো ঘাট জুড়ে আতংক ছড়িয়ে পরে। আওলাদ লঞ্চ ভর্তি কয়েক শত যাত্রী লাফিয়ে পন্টুনে নামতে গিয়ে আহত হন অনেকে। শিশু ও নারিদের আত্নচিৎকারে ১ তলা ঘাট জুড়ে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় ঘাটের অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। খবর পেয়ে তাৎক্ষনিক ঘাটে ছুটে আসেন বিআইডাব্লিওটি এর টি আই কবির হোসেন। তিনি সুন্দরবন লঞ্চের মাস্টার ও চালকের বিরুদ্ধে ব্যাবস্থা নেবেন বলে প্রশাসন ও সাংবাদিকদের জানিয়েছেন। তবে সুন্দরবন -১০ লঞ্চের চালক জানিয়েছেন এতে তাদের কোন দোষ নেই। পাশের সুরভী লঞ্চ তাদের ধাক্কা দিয়ে আওলাদ লঞ্চের উপর ফেলেছে। আওলাদ লঞ্চের চালক আব্দুল মতিন বলেছেন, আল্লাহর রহমতে নিশ্চিত একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি। আমাদের এই ছোট লঞ্চের জন্য বিআইডাব্লিওটিএ বরিশাল নদী বন্দর হওয়ার পর পূর্ব পাশের অল্প একটু জায়গা বরাদ্ধ দেয় আমরা এই অল্প জায়গা থেকেই সকল জেলার লোকাল লঞ্চ গুলো যাতায়াত করে। ঈদ উপলক্ষে ঢাকার ঘাটের বড় লঞ্চ গুলো আজ সকাল ১০.৫০ মিনিটে আচমকা আমাদের উপর আছড়ে পরে। আল্লাহর রহমত হওয়ায় আমরা বেঁচে গেছি। তবে সুন্দর বনের মাস্টার জাহাজটি চালিয়ে রাখায় বড় ধরনের প্রানহানী থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। তবে সুরভীর সুন্দরবনকে পাশ থেকে ধাক্কা দেয় এমনটি হয়েছে বলেও জানান আওলাদ লঞ্চের চালক আব্দুল মতিন। তবে সুন্দরবন লঞ্চের মালিক ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা হওয়ায় তার লঞ্চের স্টাফরা ঘাটে এধরনের সেচ্ছাচারিতা চালান বলেও জানিয়েছেন এক তলা ঘাটের অনেক লঞ্চ চালক।

SHARE