মনজু ইসলামঃ
ভোলার বৈশাখ মাতালেন জনপ্রিয় ব্যন্ডদল ব্যঞ্জনবর্ণ। আজ সরকারি স্কুল মাঠে বৈশাখের দ্বিতীয় দিনে তারুন্যের উচ্ছাসে মেতেছে ভোলা। সন্ধা থেকে একে একে এইচএম জাকির, পার্থ জিয়া ও পাভেলের পরিবেশনায় মাঠ মাতিয়ে তোলেন ব্যঞ্জনবর্ণের কলা কৌশুলীরা। এসময় মাঠে পুরো সময় জুড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার প্রতিবাদি বিবেক চেম্বার অব কমার্স পরিচালক সফিকুল ইসলাম সফি। ভোলা নিউজের প্রধান সম্পাদক অধ্যক্ষ রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সিরাজুর ইসলাম ইটিভি ভোলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, ভোলা নিউজেরর প্রকাশক এ্ডভোকেট মনিরুল ইসলাম ও বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অতিথি বৃন্দ। পুরো অনুষ্ঠানটিতে সাুন্ডে সহয়তা করেছেন কমল বৈদ্য সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন জহির, লিড গিটারিস্ট হিসেবে মাঠ মাতিয়েছেন সিফাত ও সোহাগ শাহা বেইজে মিস্টি মুখ হাসনাইন আহমেদ। ড্রামে ছিলেন শুভ, অক্ট প্যাডে ছিলেন বাপ্পি,উপস্থাপনায় ও সার্বিক তত্যাবধায়নে ছিলেন মনিরুজ্জামান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভোলার জনপ্রিয় বান্ড দল ব্যঞ্জনবর্নকে সাধুবাদ জানিয়ে বলেন, আজ ব্যঞ্জন বর্ণের পরিবেশনা ছিলো জাতীয় পর্যায়ের ব্যন্ড দলের পরিবেশনার মত। তারা ভোলাকে রিপ্রেজেন্ট করছেন। সামনের দিকে এই দলটিকে এগিয়ে নিতে প্রশাসনসহ সকলের প্রতি অনুরোধ করেছেন।
ব্যঞ্জনবর্ণের পরিচালক এইচ এম জাকির বলেন, আমরা নানা প্রতিকুলতার মধ্যেও চেষ্টা করছি ভোলার মানুষকে মানসম্মত সুষ্ঠুধারার বিনোদন দিতে। এই উদ্দেশ্যেই আমাদের পথ চলা। আমরা যদি এর সামান্যটুকু আজ দিতে পারি সেক্ষেত্রেই আমাদের সার্থকতার প্রমান মিলবে। আশা করছি আজকের মত ভোলার বিনোদনপ্রিয় মানুষগুলোকে সামনের দিন গুলোতেও আমাদের পাশে পাবো।