ডেস্ক: ভোলানিউজ.কম,
দ্বীপ জেলা ভোলাকে যিনি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিমুক্ত জেলা হিসেবে গড়ার ঘোষণাকারী পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম সেবা পদক লাভ করায় ভোলার জনপ্রিয় পত্রিকা ‘‘ভোলার-আলো.কম’’ এর পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বুধবার (২৭ফেব্রুয়ারী) রাত টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ শুভেচ্ছা জানান ভোলার আলো পত্রিকার পরিবার।
শুভেচ্ছা জানানোকালে উপস্থিত ছিলেন, ভোলার আলো.কম পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ, নির্বাহী সম্পাদক সাংবাদিক আরিফ হোসেন লিটন, বার্তা সম্পাদক ইঞ্জিনিয়ার হামিদুর রহমান আজাদ, চীফ রিপোর্টার মঞ্জুর রহমান কামরুল, স্টাফ রিপোর্টার মোঃ বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোহাম্মাদ সাফিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন, ডিবি ওসি শহিদুল ইসলাম, তজুমদ্দিন থানার ওসি মোঃ ফারুক।
এসময় জেলা পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম সেবা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। দেশে ঘটে যাওয়া তাৎক্ষনিক সংবাদটি আমাদের হাতে পৌছে গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক হলো সমাজের মানুষের বন্ধু। সাংবাদিক আর পুলিশ ভাই ভাই। অপরাধ দমনে একসাথে কাজ করলে কোন অপরাধী মাথা উচুঁ করে দাড়াঁতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স, েমাদক দমনে কারো সাথে আপোষ নেই। শান্তিপূর্ণ জেলা গড়তে ভোলার সকল সাংবাদিক ভাইয়ের সাহায্য সহযোগিতা কামনা করছি।
(আরজে, ২৭ফেব্রু-২০১৯ইং)