ভোলায় এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইয়ামিন হোসেন ॥

ভোলায় এশিয়ান টিভি’র ৭ম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভোলা শহরের বাংলাস্কুল মোড়ে অবস্থিত দ্বীপবাণী ভবনের জিএফসি চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভোলা জার্নালিষ্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাব এর সাবেক আহ্বায়ক এম এ তাহের, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামস্-উল-আলম মিঠু, নৌ-থানার ওসি সুজন পাল। এসময় বক্তব্য রাখেন মাছরাঙা টিভি’র প্রতিনিধি হাসিব রহমান, একুশে টিভির প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু, ভোলা নিউজ সম্পপাদক ও মানবজমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, কৃষি কর্মকতা মাহমুদুল হাছান, সৈনিক লীগের সভাপতি মহসিন, আনন্দ টিভির প্রতিনিধি কাজী জামাল, জয়যাত্রা টিভির প্রতিনিধি মোঃ তুহিন, ভোলা নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক রাকিব উদ্দিন অমি, আওয়ামীলীগ নেতা মালেক মেম্বার, যুবলীগ নেতা মাসুদ, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতা বিল্লাল নাফিজ প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান টিভির ভোলা প্রতিনিধি অনিক আহমেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আল-আমিন এম তাওহীদ।

SHARE