ভোলায় নয়, ঢাকাা-১৭ থেকে ধানের শীষে লড়ছেন পার্থ

নিউজ ডেস্কঃ
ভোলা নিউজ-০৮.১২.১৮
ভোলা-১ নয়, ঢাকা-১৭ আসন থেকে ধানের শীষ প্রতিক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। কিছুক্ষন আগে বিএনপির গুলশান কার্যালয় থেকে এ ঘোষনা দেয়া হয়। আন্দালিভ রহমান পার্থও ভোলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলা জেলার ভার প্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম রতন জানান, জোটের জন্য আমাদের নেতা এতোদিন যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন আজ ঢাকা ১৭ আসনে তার মনোনয়নের মধ্যদিয়ে তার প্রতিদান পেলাম। বিজেপির ভোলা জেলা সাধারন সম্পাদক মোতাসিম বিল্লাহ বলেন, আজকের এই প্রাপ্তি ভোলার জোটের সকল নেতাকর্মীদের প্রাপ্তি আগামী ৩০সে ডিসেম্বরের ভোটের মাধ্যমে জোটকে এর প্রতিদান দেবে ভোলা ও ঢাকার বিএনপিসহ জোটের সকল ভোটার ও নেতা কর্মীরা। ভোলার বিএনপির সিনিয়র নেতারা জানান, জোট থেকে যাকে মনোনয়ন দিয়েছেন ৩০ তারিখে তার বিজয় নিশ্চিত করে, খালেদা জিয়ার মুক্তি ও দেশের গনতন্ত্র রক্ষার সংগ্রামে বিজয়ী হতে ভোলার বিএনপি সহ জোট নেতা কর্মীরা তাদের করনীয় সবটুকুই করবেন।

SHARE