বেচে দেয়া শিশুকে ফিরে পেলেন মা

অনলাইন-ভোলানিউজ.কম,

কুষ্টিয়ার দৌলতপুরে বিক্রি করে দেয়া ১২ দিনের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ঘটনাটি উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের।

জানা যায়, ১০ বছর আগে ওই গ্রামের রবিউল ইসলামের সঙ্গে জেসমিন আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি মেয়ে রয়েছে। গত ৭ নভেম্বর আরও একটি মেয়ে সন্তান জন্ম দেন জেসমিন। পরপর তিনটি মেয়ে হওয়ায় ক্ষিপ্ত হয়ে ১৬ নভেম্বর স্ত্রীকে তালাক দেন রবিউল। পরদিন স্থানীয় এক দম্পতির কাছে তার সদ্যজাত মেয়ে শিশুকে বিক্রিও করে দেন।

এরপর জেসমিন আক্তার দৌলতপুর থানায় গিয়ে অভিযোগ করেন। মঙ্গলবার রাতে মেয়ে শিশুটিতে ওই দম্পতির কাছ থেকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘অভিযোগ পাওয়ার পরই আমরা এ ব্যাপারে তৎপর হই। শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। তবে পাষন্ড বাবা রবিউলকে খুঁজে পাওয়া যায়নি।

(আল-আমিন এম তাওহীদ, ২১নভেম্ববর-২০১৮ইং)

SHARE