ভোলার কৃতি ফুটবলার বুলবুল আর নেই

নিউজ ডেস্কঃ

ভোলা নিউজ-১৭.১১.১৮

সন্ধায় বুলবুলের মৃত্যু সংবাদে পুরো শহর জুরে নিরবতা নেমে আসে। সবার মুখে একই কথা কি ভাবে চলে গেলেন আমাদের প্রিয় ফুটবলার বুলবুল। গত কাল সন্ধার পরে ঢাকায় ট্রেনে কাটা পরে নিহত হয়েছেন বুলবুল। কমলাপুর থানা পুলিশ জানিয়েছেন স্লীপ খেয়ে চলন্ত ট্রেনের নিছে পরেই ঘটনাস্থলে নিহত হয়েছেন বুলবুল। তার লাশ কমলাপুর থানায় রয়েছে, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বুলবুল ওয়েষ্টার্ন পাড়া মাওলানা আহম্মদ উল্লাহ (জাফর মাওলানা) সাহেবের ছেলে। ভোলা নিউজ পরিবারের পক্ষথেকে বুলবুলের আত্নার মাগফেরাত কামনার সাথে সাথে জান্নাতুল ফেরদৌস কামনা করছি মহান আল্লাহর কাছে।

SHARE