রাজাপুর প্রতিনিধিঃ
ভোলা নিউজ-০১.১০.১৮
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এক প্রবাসীর বসতঘরে সাপের বাসা থেকে ৩০/৩৫টি সাপ ও ডিম উদ্ধার করেছে।
সূত্রে জানা যায়,রাজাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জুনাব আলী সরদারের ছেলে প্রবাসী জামাল হোসেন এর বসতঘরে একটি সাপ দেখে মেরে পূতে রাখেন তার পরের দিন দেখেন গর্ত থেকে আবার ও সাপ বের হচ্ছে পরে (৩১অক্টোবর) বরিশাল থেকে ফারুক নামে এক সাপুরে এনে সাপের বাসা নির্নয় করে বাসা থেকে ৩০/৩৫টি সাপের বাচ্চা ও ৪০টির মত ডিম উদ্ধার করে পরে সাপ মেরে ও ডিম নষ্ট করে মাটিতে পূর্তে রাখে।
স্থানীয়রা জানান,এর আগেও প্রতিবেশি ৬নং ওয়ার্ডে এক বসতঘর থেকে ৭০/৮০ টি সাপ উদ্ধার করে যা সারা দেশে আলোরন সৃষ্টি করে।