পিতা হারালেন সেলিম

অনলাইন ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের অপারেশন্স ম্যানেজার, গল্পকার ও সাবেক সাংবাদিক জাকির হোসেন সেলিমের বাবা হাজী আব্দুস সালাম বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি…….. রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দুদিন আগে তিনি ব্রেইন স্ট্রোক করেন। তাঁকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইস্ট হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় আইসিইউতে। ভোর পাঁচটার দিকে ডাক্তার তাঁকে মৃত্যূ ঘোষণা করেন।

বাদ আসর জানাজা শেষে ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিপারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

(আলআমিন এম তাওহিদ/২৪-১০-২০১৮ইং)

SHARE