স্টাফ রিপোর্টারঃ
ভোলা নিউজঃ২৫.০৯ ১৮
ভোলার অতিরিক্ত জজ আদালত চরফ্যাশনে স্থানান্তরিত হওয়ার প্রতিবাদে ৩দিনের মানববন্ধন কর্মসূচি পর এবার কোর্ট বর্জন করে আদালত ভবনের সামনের রাস্তায় অবস্থান কর্মসুচি পালন করছেন ভোলা বারের আইনজীবীরা।
এদিকে আইনজীবীদের এই কর্মসূচীতে ভোলার সর্বস্থরের মানুষ একমত পোষন করে তারাও কর্ম সুচিতে যোগ দিয়েছেন। সকাল ১০ টায় বার ভবনের সামনে অবস্থান কর্মসূচী শুরু হলে ভোলা আইনজীবী করনিক সমিতির নেতৃবৃন্দসহ করনিকরা একাত্বতা পোষন করে কর্মসুচিতে যোগদেন। ভোলা বারের সভাপতি ওবাইদুর রহমান শাহজানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সম্পাদক ও জিপি নুরুল আলম নুরনবী , আওয়ামী আইনজীবী পরিষদের সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলমসহ ভোলার বিভন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। সভাপতি ওবাইদুর রহমান শাজাহান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের কোথায় কোন আদলত থাকবে তা সংবিধানে লেখা আছে, কিন্তু একজন ব্যক্তির খামখেয়ালীতে নজীর বিহীন ভাবে এই অবৈধ কাজটি করেছেন। আইন মন্ত্রী আমাদের জানিয়েছেন এ আদেশ বাতিল করেছেন কিন্তু আমরা কোন লিখিত কাগজ পাইনি। যতক্ষন পর্যন্ত অবৈধ আদেশ বাতিল না হবে ততোদিন আমাদের কর্মসুচী অব্যহত থাকবে। এদিকে ভোলার আইজীবীদের আদালত বর্জনের ঘটনায় সীমাহীন দুর্ভোগে পরেছেন আদলতে আসা বিচার প্রার্থীরা। আজ আদলতের ভিতরে প্রশাসনিক কাজ ছাড়া কোন প্রকার বিচারিক কর্মকান্ড না হওয়ায় এ দুর্ভোগে পরতে হয়েছে বলে ভোলা নিউজকে জানিয়েছেন লালমোহন উপজেলা থেকে আসা মামলার বাদী রাশিদা বেগম তিনি বলেন, জেলা জজ কোর্টে করা একটি রিভিশন মামলা নিয়ে কয়েক মাস ধরে ঘুরতেছি কোন বিচার পাইনা আজ তারিখ ছিলো অনেক টাকা খরচ হয়েছে কোন কাজ হয়নি, তারপরেও বলবো চরফ্যাশন থেকে সকল কোর্ট ভোলায় নিয়ে এসে দুর্নীতি বন্ধ করে অসহায় বিচার প্রার্থীদের বাচানোর জন্য।
বিস্তারিত জানতে চোখঁ রাখুন ভোলা নিউজে