আল-আমিন এম তাওহীদ,ভোলানিউজ.কম,
কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নোয়াখালী জেলার হাতিয়া ঘাসিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে অ¯্র গুলিসহ একজন ডাকাতকে আটক করেছে।
সোমবার (১৩আগস্ট) রাত ১১টার দিকে ওই এলাকায় কোস্টগার্ড বাহিনী অভিযান চালিয়ে আটক করেন। ১৪আগস্ট মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা।
কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা এর জোনাল অফিসার আব্দুল্লাহ আল মারুফ সাংবাদিকদের জানান, গতরাত ১১টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর দক্ষিন জোনের অধীনস্থ সিজি স্টেশান ভোলা, সিজি স্টেশান হাতিয়া কর্তৃক একটি বিশেষ আভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ঘাসিয়ার চর এলাকায় অবস্থানরত ডাকাত ফকরা বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা কালে কোস্টগার্ডেও উপস্থিতি টের পেয়ে ডাকাত ফকরাসহ আরও কয়েকজন পালিয়ে যায়। তবে ১জন সক্রিয় ডাকাত ফকরার প্রধান সহযোগী নাসির (৩০)কে ১টি শুটারগান, ১টি দেশীয় অস্ত্র ও ৯ রাউন্ড তাজা গুলি এবং ৪টি পাইরোটেকনিকসহ আটক করা হয়। পরবর্তীতে তাজা গুলি, পাইরোটেকনিক ও ডাকাত নাসিরকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
(আল-এম, ১৪অাগস্=-২০১৮ইং)