ভোলা পৌরসভার গাড়ি ভাংচুর, ড্রাইভার নাঈমকে পিঠিয়ে আহত করেছে।

স্টাফ রিপোর্টার-ভোলানিউজ.কম,

ভোলা পৌরসভার গাড়ি চালক মোঃ আবু নাঈম (২৭)কে ডিউটিরত অবস্থায় বেধরকভাবে পিঠিয়ে আহত এবং গাড়িটিও ভাংচুর করেছে অভিযোগ পাওয়া গেছে।

আজ (১২জুলাই) বিকাল ৬টার দিকে পৌর শহরের টাউন স্কুলের সামনে এঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানায়, বিকেলে আবু নাঈম টাউন স্কুল মাঠ প্রাঙ্গনে ভোলা পৌরসভার গাড়ীসহ জরুরী কাজে ডিউটিরত ছিলেন। এসময় কয়েকজন ছেলেরা তাকে পিঠিয়ে আহত করে এবং গাড়িটিও ভাংচুর করেছে । আমরা ড্রাইভার নাঈমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি।

আহত গাড়িচালক আবু নাঈম জানায়, আজ বিকেলে পৌরসভার কাজে গাড়ি নিয়ে ডিউটিতে টাউন স্কুল মাঠে দিকে যাই।গাড়িটি গতিরোধ করে ভদ্রপাড়ার বখাটে বনি আমিন বনি, রাসেল, শান্তসহ ১২/১৫ জনের একদল সন্ত্রাস বাহিনী আমার ওপর অর্তকিত হামলা চালিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় এবং তারা পৌরসভার গাড়িটিও ভাংচুর করে।

নাইম আরো অভিযোগ করেন, কাঠের বাঘা দিয়ে সন্ত্রাসীরা আমাকে পিটিয়ে শরীরে বিভিন্নস্থানে ফোলা জখম করে। পরে এলাকার লোকজন আমাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করায়।

গাড়িচালক আবু নাঈম ভোলা সদর হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে অভিযুক্ত বনি আমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে, তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এঘটনায় আহত আবু নাঈম বাদী হয়ে বনি আমিনসহ ১০/১২জনকে আসামি করে ভোলা থানায় একটি মামলা দায়ের করেছে।

ভোলা সদর মডেল থানার ওসি ছগির মিঞা জানান, মামলা হয়েছে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

(এমআই, ১২জুলাই-২০১৮ই)

 

SHARE