ভোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা ও প্রাণীবিদ্যা শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত,

আল-আমিন এম তাওহীদ-ভোলানিউজ.কম,

‘‘উড়ে এসে ছিলাম এই বাগিচায়, মোরা পথ হারা বুলবুল। উড়ে যাব আবার জীবন সংগ্রামে, বেদনা ভাঙ্গা হৃদয় ব্যাকুল’’

দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন ভোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ ও প্রাণীবিদ্যা বিভাগের সম্মান চতুর্থ বর্ষ এর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা-২০১৮ইং অনুষ্ঠিত হয়েছে।

১০জুলাই সকাল ১১টার দিকে, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মাদ শওকত হোসেনর সভাপতিত্বে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী-২০১৮ইং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া, সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক  মোঃ জামাল হোসেন, মেহেবুবা বেগম প্রমূখ।

সার্বিক তত্বাবধায়নে ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ এরশাদ ও মোঃ ফখরুল ইসলাম।

পরে আলোচনা সভা শেষে, ব্যবস্থাপনা বিভাগের ৯০জন শিক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

এদিকে, ব্যবস্থাপনা বিভাগের বিদায়ী অনুষ্ঠান শেষে, শুরু হয় প্রাণীবিদ্যা বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান-২০১৮ইং এবং দেয়ালিকা-২০১৮ এর ২য় পুরুস্কার প্রাপ্তি বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।

প্রানীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোমেন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া প্রমূখ।

(আল-আমিন এম তাওহীদ, ১০জুলাই-২০১৮ই)

SHARE