টিপু সুলতান।।
নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বর্নাঢ্য আয়োজনে উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় উদযাপিত দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল প্রায় সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয় একটি বর্নাঢ্য র্যালি। জাতীয় পতাকা উত্তোলন পরবর্তী অনুষ্ঠিত র্যালিটি ভোলা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়। ভোলার শতাধিক সফল ও কর্মমূখী নারী এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মহিলা অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণকৃত র্যালি শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনজুর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন। ভোলা জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শাহ মোঃ এমরান। সংগ্রামী নারীদের মধ্যে থেকে জয়িতা নারী খালেদা খানমসহ কয়েকজন।
প্রধান অতিথি আজাদ জাহান তার বক্তব্যে মহিয়ষী নারী বেগম রোকেয়ার জীবনীর আলোকে বর্তমান সমাজের নারীদের অধিকার, সফলতা ও মর্যাদার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে ভোলা সদর উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত ১০ জন সংগ্রামী ও সফল জয়িতা নারীর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেয়ার মাধ্যমে তাদেরকে সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসনন ও মহিলা অধিদপ্তর। জেলা পর্যায়ে নির্বাচিত জয়িতারা হলেন খালেদা খানম, ফাতেমা বেগম, রহিমা বেগম, নিগারুন নাহার ও ইশরাত জাহান এবং সদর উপজেলা পর্যায়ে মারজানা আক্তার, সেতারা বেগম, খালেদা খানম ও ফাতেমা বেগম। উল্লেখ্য, ভোলা জেলার ৭টি উপজেলায় মোট ৩৫ জন নারীকে একই দিনে স্ব-স্ব উপজেলায় আনুষ্ঠানিকভাবে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান