ভোলা নিউজ (বিশেষ প্রতিনিধি) মোঃ নুরুল আহাদ তসলিম।
তজুমদ্দিন উপজেলার অন্যতম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, সম্ভূপুর মাধ্যমিক বিদ্যালয়।এই বিদ্যালয়ের ব্যবস্থাপনা অত্যন্ত মনোরম। তজুমদ্দিন উপজেলার শিক্ষার চাহিদা পূরণ দীর্ঘ সময় ধরে ইতিবাচক ভূমিকা রয়েছে। মেধা, মনন, সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ অব্যাহত রয়েছে। নতুন স্বাধীনতা ২০২৪ ইং জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র মোহাম্মদ সিহান।এ বছর সিহান এস এস সি পরীক্ষার্থী।৫ আগষ্ট দুপুর ১২ টার পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে। তাঁর জ্ঞান ফিরে ঢাকার মিটফোর্ড হাসপাতালে সিহানের পিছন দিক থেকে পিটির বাম পাশ গুলিবিদ্ধ হয়ে সামনে দিকে ফুসফুসের কাছ দিয়ে বের হয়। মিটফোর্ড হাসপাতাল ও ঢাকার সিএমএস হাসপাতালে সিহানের দুইটি বড় অপারেশন করা হয়েছে। হাতের একটি আঙ্গুল ছুটে যায়।পুরো চিকিৎসা দুই হাসপাতাল কতৃপক্ষ ব্যবস্থা করেছেন। কিন্তু তাঁর ওষুধ পত্র সহ এখনো চিকিৎসা চলমান রয়েছে। সম্ভূপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক/শিক্ষকা ও কর্মকর্তা কর্মচারী তাঁহাদের স্মেহের ছাত্র ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ঐতিহাসিক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে দেশের মানুষের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্র যাত্রীর ভূমিকায় সম্ভূপুর মাধ্যমিক বিদ্যালয় নাম উজ্জ্বল করেছে ।তাই আমরা ফ্রিতে মোহাম্মদ সিহানের এস এস সি পরীক্ষার ফর্ম পূরণ করার ব্যবস্থা করো। ঠিক তাই করেছেন। মোহাম্মদ সিহানের উজ্জ্বল দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সম্ভূপুর মাধ্যমিক বিদ্যালয় উত্তর উত্তর সম্বৃদ্ধি কামনা রয়েছে ছাত্র জনতার।
ভোলা নিউজ / টিপু সুলতান