ভোলার আধুনিক পদ্ধতিতে দেশি মুরগি পালনের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।।

ভোলায় আধুনিক পদ্ধতিতে দেশি মুরগি পালনের উপর ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশাল অনুষত হয়েছে। মঙ্গলবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে সদুর চরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণটি উদ্যোক্তাদের দেশি মুরগি পালনে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম খান। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জিজেইউএস-এর উপপরিচালক ডা. অরুণ কুমার সিনহা। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক পদ্ধতিতে দেশি মুরগি পালনে টিকা প্রদানের সঠিক কৌশল এবং বিভিন্ন রোগ প্রতিরোধের কার্যকরী উপায় সম্পর্কে হাতে-কলমে শিখানো হয়। প্রশিক্ষণে ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশগ্রহন করেন

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE