মনজু ইসলাম।। ভোলায় কারিগরি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কোর্স সমাপনী শেষে পাচ ট্রেডে অংশগ্রহনকারি ১০৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও টুলস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে প্রশিক্ষনার্থীদের এ সার্টিফিকেট তুলে দেয়া হয়।
পল্লী কর্মসহায়ক ফাইন্ডেশনেরর পিপিইপিপি-ইইউ প্রকল্প ভুক্ত পরিবারের সদস্যদরা এ কোর্সে অংশগ্রহন করে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে সাটিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ আঞ্চলিক পরিচালক রওনক ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিজেইউএস পরিচালক (এডভোকেসি, লিগ্যাল ও ট্রেনিং) এডভোকেট বিথী ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তাফা কামাল, উপ পরিচালক মো. আবুবকর তানভির এবং এসডিএফ-এর আঞ্চলিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সাধন কুমার পাল।
প্রশিক্ষণ শেষে নিজেদের দক্ষতার বিষয়ে অনুভূতি ব্যক্ত করেন জেনারেল কেয়ারগিভিং-এর শিক্ষার্থী রুবিনা আক্তার, টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং-এর চামিলি আক্তার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স-এর মো. ইসমাইল, মোবাইল ফোন সার্ভিসিং-এর মো. আল আমিন।
অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণপ্রাপ্তদের ভবিষ্যৎ কর্মসংস্থান এবং জীবনের উন্নয়নে এই প্রশিক্ষণ ও প্রদত্ত টুলসের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তারা আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণপ্রাপ্তরা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
ভোলা নিউজ / টিপু সুলতান