ভোলার বাজারে পর্যপ্ত সরবরাহ থাকলেও মাছের দাম চড়া।

মনজু ইসলাম।।
ভোলার মাছের বাজারে পর্যপ্ত সরবরাহ থাকলেও সব ধরনের মাছের দাম চড়া। দামের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে মেঘনা মহানার রুপালি।যার প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা দরে।

তবে অন্যান্য মাছেরর মধ্যে রই, কাতাল ও পোয়া মাছ কেজিতে বিক্রি হচ্ছে ৫’শ টাকা দরে। কেজিতে হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে চিংড়ি মাছও।বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হয় মাছ।মাংসের দাম কিছুটা স্খিতিশীল। মাছের বাজার নিয়ন্ত্রনে বাজার মনিটরিং দাবী সাধারন ভোক্তাদের।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE