মোঃ নুরুল আহাদ তসলিম।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত সাংবাদিক সংগঠন মিডিয়া হাউজের পক্ষ থেকে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হেলাল উদ্দিন – সেক্রেটারি বাংলাদেশ জামায়েতে ইসলামী তজুমদ্দিন। সভাপতিত্ব করেন জনাব নুরুল আহাদ তসলিম – সেক্রেটারি মিডিয়া হাউস তজুমদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপন চন্দ্র দে-সভাপতি পূজা উদযাপন কমিটি তজুমদ্দিন। এছাড়া হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অসীম কুমার বনিক- সভাপতি শশীগঞ্জ বাজার শ্রী শ্রী কালী মন্দির। উপস্থিত ছিলেন ক্ষুদিরাম রায়-ভারপ্রাপ্ত সভাপতি কালিবাড়ি কেন্দ্রীয় মন্দির। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে অসীম কুমার বণিক সহ অনেকে বক্তব্য রাখেন। তারা বলেন, বিগত বছরগুলোতে পূজাকে কেন্দ্র করে এত সুন্দর আয়োজন আর কখনো হয়নি। আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ ইসলামীর পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। গত ৫ই আগস্ট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী হিন্দু সম্প্রদায়ের ব্যাপারে যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাতে আমরা সন্তুষ্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে ধীরে ধীরে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মধ্যে যেই নেতিবাচক ধারণা গুলো ছিল তা কেটে যাচ্ছে। আমরা এই ভেবে আনন্দিত যে, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা কিভাবে সাফল্যমন্ডিত করা যায় এ নিয়ে বাংলাদেশ জামায়েত ইসলামী চিন্তা করছে এবং আমাদেরকে দাওয়াত দিয়ে সমন্বয়ে সবার আয়োজন করেছে। আমরা মনে করি নিরাপত্তা নিয়ে আমাদের আর দুশ্চিন্তা করার মত কোন অবস্থা নেই কারণ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে আশা করি সামনের দিনগুলোতে তারা আমাদের পাশে এইভাবে থাকবেন। অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জনাব মোঃ হেলাল উদ্দিন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছে জানতে চান শারদীয় দুর্গাপূজার পুরোটা সময় জুড়ে জামায়াতের পক্ষ থেকে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। যাতে করে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে তজুমদ্দিনের প্রত্যেকটি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকেরা পূজা উদযাপন করতে পারেন। অতঃপর সমন্বয় সভায় প্রত্যেকটি মন্দির কমিটির প্রতিনিধিদের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিদিন একবার করে পূজা মন্ডপ গুলোতে একটি প্রতিনিধি দল পরিদর্শন করবেন বলে সিদ্ধান্ত হয়। সর্বশেষ সভাপতি জনাব নুরুল আহাদ তসলিম তার সংক্ষিপ্ত বক্তব্য শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ভোলা নিউজ / টিপু সুলতান