নিউজ ডেস্ক।।
নানা সমস্যা আর সংকটে জর্জরিত ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার নি¤œবিত্ত ও মধ্যবিত্তদের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশানূরূপ সেবা পাচ্ছেন না গ্রাম-গঞ্জ থেকে আসা দরিদ্র রোগীরা। এতে চরম ক্ষুব্ধ ও হতাশ তারা।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকলেও দুই চিকিৎসককে অ্যাটাচমেন্টে অন্যস্থানে দায়িত্ব দিয়ে রাখায় রোগীদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া এখানে এক্স-রে, ইসিজি ও আল্ট্রাসনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি থাকলেও সেই সব সেবাও বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারটিও।
নামপ্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মকর্তা বলেন, এখানে চিকিৎসকের সংকট। অথচ ইউএইচএফপিও দুই চিকিৎসককে অ্যাটাচমেন্টে দায়িত্ব দিয়ে রেখেছেন। এ জন্য সীমিত সংখ্যক যে কয়জন চিকিৎসক রয়েছেন তারা রোগীদের আন্তরিকতার সঙ্গে সর্বোচ্চ সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। তাই দ্রুত সময়ের মধ্যে অ্যাটাচমেন্টে থাকা ওই দুই চিকিৎসককে এখানে আনা হলে সেবার মান আরো বৃদ্ধি পাবে।
অন্যদিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে সেবা নিতে যাওয়া কয়েকজন রোগী জানান, ‘এক্স-রে, ইসিজি ও আল্ট্রাসনোগ্রাফি’ খুবই গুরুত্বপূর্ণ। তবে সবগুলো সেবাই বন্ধ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেসব রোগীরা যান, তাদের অনেকেই দরিদ্র। এসব সেবা বন্ধ থাকার কারণে রোগীরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অতিরিক্ত অর্থের বিনিময়ে পরীক্ষা করাচ্ছেন। এছাড়া বন্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারটি। সেটি চালু করলে অতিরিক্ত অর্থ ব্যয়ে বে-সরকারি হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে রোগীদের সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য অপারেশন করাতে হতো না, কমতো ভোগান্তিও। তাই এই উপজেলার সাধারণ দরিদ্র রোগীদের কথা চিন্তা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত সময়ের মধ্যে এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি মেশিন এবং অপারেশন থিয়েটারটি চালুর জোর দাবি জানাচ্ছি। তাহলেই প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার সরকারের যে অঙিকার তা খুব সহজেই বাস্তবায়ন হবে।
তবে এদিকে স্বয়ং লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন কয়েকজন কর্মকর্তা এবং স্টাফ। তাদের অভিযোগ- বিভিন্ন প্রশিক্ষণের অজুহাতে কর্মস্থলে প্রায় সময় অনুপস্থিত থাকছেন ইউএইচএফপিও ডা. মো. তৈয়বুর রহমান। এমনকি যেদিন অফিসে আসেন, সেদিন আবার দুপুর দেড়টার মধ্যেই কর্মস্থল ত্যাগ করেন তিনি। যার কারণে হিসেবে রয়েছে ভোলায় তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা। অথচ তার থাকার কথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবনে। তবে তিনি না থাকায় ওই বাসভবনে থাকছেন তার গাড়ি চালক!
অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্টাফের দাবি, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাটি চরম অনিরাপদ। এখানের বাউন্ডারির অধিকাংশ স্থানই ভেঙে রয়েছে। যার কারণে রাতের আঁধারে এসব স্থানে দিয়ে জুয়াড়ি এবং মাদকসেবীরা ভেতরে প্রবেশ করে আড্ডা জমায়। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে বাস করা চিকিৎসক, নার্স এবং স্টাফরা।
এছাড়া বর্তমানে বেড়েছে ডেঙ্গু মশার উৎপত্তি। জমে থাকা পানি থেকেই এই মশা জন্মায়। সরেজমিনে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ পরিদর্শন করে দেখা গেছে- দীর্ঘদিন ধরেই নোংরা, অপরিচ্ছন্ন এবং জলাবদ্ধতায় বেহাল অবস্থা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের। যার ফলে খুব সহজেই ডেঙ্গু মশার উৎপত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকেও ইউএইচএফপিরও তেমন কোনো সুনজর নেই বলেও পরিদর্শনকালে এই প্রতিবেদকের কাছে দাবি করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন স্টাফ এবং কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে জলাবদ্ধতার ব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বিভিন্নস্থানে গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শিগগিরই ড্রেনেজ ব্যবস্থা করে এই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া দুই চিকিৎসককে অ্যাটাচমেন্টে দায়িত্ব দেওয়ার ব্যাপারে তিনি জানান, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা মানতে আমরা বাধ্য। অন্যদিকে এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি এবং অপারেশন থিয়েটার চালুর ব্যাপারে ইউএইচএফপিও জানান, জনবল সংকটের কারণেই মূলত এসব সেবা বন্ধ রয়েছে। জনবল পদায়নের জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এখানে জনবল পদায়ন করলেই যেসব সেবা আপাতত বন্ধ রয়েছে তা চালু করা সম্ভব হবে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি সংস্কারের বিষয়ে ডা. মো. তৈয়বুর রহমান জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাউন্ডারিটি মেরামতের জন্য স্টিমেট পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তা মেরামতের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অপরদিকে কর্মস্থলে অনুপস্থিতি এবং নিজের সরকারি বাসভবনে গাড়ি চালক থাকার ব্যাপারে এই কর্মকর্তা আরো জানান, ইউএইচএফপিওদের সরকারি বাসভবনে থাকার বাধ্যবাধকতা নেই। এছাড়া এখানে যে বাসভবনটি রয়েছে তা বাসযোগ্যও নয়। তবে অনুপস্থিতি বা তড়িঘড়ি করে কর্মস্থল ত্যাগের যে বিষয়টি বলা হচ্ছে তা মোটেও ঠিক নয়। আমি সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অফিসেই থাকি। এরপর স্টেশন ত্যাগ করি। তবে সরকারি কোনো প্রশিক্ষণ বা কাজ থাকলে তখন আসা হয় না। আমি সব সময়ই নিয়ম মেনে কাজ করার চেষ্টা করি।