চরফ্যাশনে শিক্ষককে মারধর, পাল্টাপাল্টি অভিযোগ

নাজিম উদ্দিন (ভোলা) চরফ্যাশন প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার সবুজ নামের এক যুবকের বিরুদ্ধে।

বুধবার সকালে পৌর ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।

আহত শিক্ষক খালেক হোসেন (৩৫) ওই ওয়ার্ডের মৃত নুর ইসলাম ভূঁইয়ার ছেলে এবং মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযুক্ত সবুজ একই এলাকার বাসিন্দা ও আব্দুল মতলবের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন খালেদ হোসেন জানান, গত সোমবার সকালে উপজেলার পৌর ৭ নম্বর ওয়ার্ডে আমার জমিতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবুজ তার গরু দিয়ে আমার জমির ফসল নষ্ট করেন। পরে গরুটি বাড়িতে নিয়ে আসলে সবুজ ক্ষিপ্ত হয়ে স্ত্রীসহ আমাকে এলোপাতাড়ি মারধর করেন।

এক পর্যায় আমি মাটিতে লুটিয়ে পড়লে স্বজনরা আমাকে উদ্ধার করে চরফ্যাশনে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে অভিযুক্ত সবুজ মারধরের বিষয়টি অস্বীকার করে জানান, খালেক হোসেন আমাকে এবং আমার স্ত্রীকে মারধর করছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE