ভোলায় বীজের দোকানে ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৮০০০ টাকা জরিমানা

ভোলা নিউজ ডেস্ক।।
ভোলার বীজ বিপনণ প্রতিষ্ঠানগুলোতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বিভিন্ন অনিয়ম ও ভেজালের দায়ে ছয়টি বীজ বিপণন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ভোলার সদররোড মহাজন পট্টি এলাকায় দের ঘন্টার এই ভেজাল বিরোধী অভিযানের নেতৃত্ব দেন ভোলা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান।
মাহমুদুল হাসান জানান, অভিযানে বিভিন্ন সার ও বীজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে তদারকি করে দেখা যায় অধিকাংশ দোকানের প্রয়োজনীয় কাগজপত্র নেই, নিম্নমানের ও ভেজাল বীজ বিক্রয় করছেন, অননুমোদিত বিদেশী ও  মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রয়ের জন্য প্রদর্শন করা হয়েছে, সারের সরকার নির্ধারিত মূল্যের তালিকা প্রদর্শিত হচ্ছেনা ইত্যাদি। এসকল অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ইয়াকুব ট্রেডার্সকে ৫ হাজার, মেসার্স মীর এগ্রো ট্রেডিং কে ২ হাজার, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ কে ২ হাজার, মেসার্স সান কর্পোরেশনকে ২ হাজার, মেসার্স ইমন কৃষিঘরকে ৫ হাজার ও মেসার্স মিজান ট্রেডার্সকে ২ হাজার করে সর্বমোট ৬ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের কার্যকম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় জেলা বীজ প্রত্যয়ন বিভাগ এর প্রতিনিধি নিয়াজ মোর্শেদ ও  জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা প্রদান করেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
SHARE